আসলে আপনি "গনিতে" কাঁচা নন 1+2+4+8+16+32+64 ...... ?
লিখেছেন লিখেছেন সুলতান ই মাশরেক ১২ জানুয়ারি, ২০১৬, ০৩:২০:৪৪ রাত
এক দেশে এক কোটিপতি ব্যবসায়ী বাস করতেন.. তার অঢেল সম্পদ.. বিশাল ছিল তার ব্যবসায়ীক সাম্রাজ্য . সেই ব্যবসায়ীর কয়েকশ কর্মকর্তা কর্মচারীর মধ্যে সবচাইতে পুরাতন ও বিশ্বস্ত ছিলেন ম্যানেজার সাহেব.. বস্তুত তিনিই সবকিছুর দেখাশোনা করতেন. ম্যানেজারের একমাত্র পুত্র একই প্রতিষ্ঠানে বাবার সহকারী হিসাবে কাজ করছেন প্রায় ১৫ বছর হলো .. একদিন বয়সের ভারে ম্যানেজার সাহেব মারা গেলেন. শোকে কাতর পরিবারের সদস্যদের সান্তনা দেয়ার জন্য মালিক সপরিবারে হাজির হলেন. ম্যানেজার সাহেবের কর্মের স্বীকৃতী স্বরূপ তিন বছরের বেতন ও ম্যানেজার সাহেবের পুত্রকে মোটা বেতনে জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন .. ম্যানেজার সাহেবের পুত্রও তার বাবার মত কর্মনিষ্ঠ ও সৎ ছিলেন ... ইতিমধ্যে হঠাৎ একদিন ঐ প্রতিষ্ঠানের মালিক মারা যাওয়ায় ব্যবসার সব ভার গিয়ে পড়ে মালিক পুত্রের উপর... দেখতে অনেক বছর কেটে গেল ব্যবসার গন্ডি এখন দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে তবে নতুন মালিক অত্যন্ত কৃপণ ছিলেন... ২৫ বছর আগে যে বেতন ছিল এখনো তাই.. তবে ম্যানেজার কোনদিন অসৎ পন্হা অবলম্বন করেননি আরো ৫ বছর পর একদিন ম্যানেজার সাহেব মালিককে গিয়ে বললেন হুজুর আমার তো বয়স হয়েছে এবার আমাকে ছুটি দিয়ে দিন.. মালিক বললেন ঠিক আছে আগামী মাসে একবছরের বেতন দিয়ে আপনাকে ফেয়ারওয়েল দেব. ম্যানেজার সাহেব বললেন না হুজুর একসাথে এত টাকা দিলে আপনার ব্যবসার উপর চাপ পড়বে আপনি একটি কাজ করুন এক মাসে প্রতিদিন এক পয়সা তারপর দিন দুই পয়সা তারপর দিন চার পয়সা এবং তারপর আট পয়সা এভাবে একমাস দিবেন, আমার তো ছেলেমেয়ে নেই এত টাকা কে খাবে ? মালিক হাসলেন এবং বললেন এখনকি এক পয়সা /দুই পয়সা এগুলো চলে ? তা হলে হুজুর এক টাকা/দুইটাকা/চারটাকা/ আটটাকা করে দিবেন. কথাটা মালিকের মনে ধরলো তিনি দেরী না করে তৎক্ষনাৎ দুইটি স্টাম্প পেপারে চুক্তিনামা লেখাজোখা করে উভয় পক্ষের সই নিয়ে একটি চুক্তিনামা তার কাছে রেখে অপরটি ম্যানেজার সাহেবকে দিয়ে দিলেন.. .. মাস শেষ হলো. ম্যানেজার সাহেব কাল থেকে আর অফিস করবেন না তবে ১ তারিখ থেকে চুক্তি অনুযায়ী এক টাকা/দুইটাকা/চারটাকা/ আটটাকা করে নিয়ে যাবেন.. আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে লেখাটা এখানেই শেষ করলাম.... ... বলুন তো মাস শেষে ম্যানেজার সাহেব কত টাকা পেয়েছিলেন ? ..... ও হ্যাঁ বলতে ভূলে গিয়েছিলাম ,সেটি কিন্তু ৩১ দিনে মাস ছিল...
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উত্তর কি ঠিক আছে?
আপনার পোষ্টের শিরোনাম এরকম হলে ভালো হয়: "আসলে আপনি গনিতে কাঁচা নন 1+2+4+8+16+32+64 ...... ?"
ধন্যবাদ।
উপরে দেয়া সংখ্যাটি সঠিক নয়
সঠিক সংখ্যাটি
2,147,483,647
1 1
2 2
3 4
4 8
5 16
6 32
7 64
8 128
9 256
10 512
11 1,024
12 2,048
13 4,096
14 8,192
15 16,384
16 32,768
17 65,536
18 131,072
19 262,144
20 524,288
21 1,048,576
22 2,097,152
23 4,194,304
24 8,388,608
25 16,777,216
26 33,554,432
27 67,108,864
28 134,217,728
29 268,435,456
30 536,870,912
31 1,073,741,824
Total 2,147,483,647
মন্তব্য করতে লগইন করুন